আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু ভালো সিজিপিএই যথেষ্ট নয়। নিয়োগদাতারা সবচেয়ে বেশি খোঁজেন এমন প্রার্থীকে, যার সফট স্কিল শক্তিশালী।
পাঁচটি মূল কৌশলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন
প্রতি মাসে বিভিন্ন বিষয়ে (Public Speaking, CV Writing, Time Management, Digital Etiquette) ওয়ার্কশপ আয়োজন।
বছরে অন্তত ২ বার ৩-দিনব্যাপী বুটক্যাম্প আয়োজন।
HR বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা ও বহুজাতিক প্রতিষ্ঠানের ট্রেইনারদের নিয়ে সেশন।
প্রতিটি ওয়ার্কশপ/বুটক্যাম্প শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল সার্টিফিকেট প্রদান।
একটি "Soft Skills Development Club" গঠন করা হবে।
সফট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে অর্জিত সুবিধাসমূহ
শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও কমিউনিকেশন স্কিল বাড়বে।
চাকরি বা ইন্টার্নশিপের ইন্টারভিউতে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হবে।
উদ্যোক্তা ও নেতৃত্ব গড়ে তোলার সক্ষমতা বাড়বে।
শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বেশি সুযোগ পাবে।
আপনার ভোটই আপনার কণ্ঠস্বর। আমাদের সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী হাজার হাজার মানুষের সাথে যোগ দিন।