কর্পোরেট–একাডেমিয়া পার্টনারশিপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সমস্যার টেকসই সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬০% শিক্ষার্থী কোনো না কোনোভাবে আর্থিক সমস্যায় ভুগছে।
অনেকে টিউশনি নির্ভরশীল, কিন্তু সবার জন্য তা নিশ্চিত নয়।
কর্পোরেট–একাডেমিয়া পার্টনারশিপের মাধ্যমে আংশিক সময়ের চাকরি/ইন্টার্নশিপ/রিসার্চ এসিস্ট্যান্টশিপ চালু করা হলে শিক্ষার্থীদের আর্থিক চাপ কমবে এবং অভিজ্ঞতা অর্জন হবে।
কর্পোরেট পার্টনারশিপ
বিভিন্ন খাতে আংশিক সময়ের কাজের সুযোগ
১ জন পরিচালক + ৩ জন লিয়াজোঁ অফিসার
প্রতি বছর নির্দিষ্টসংখ্যক DU শিক্ষার্থী নিয়োগের শর্ত
যদি প্রত্যেক শিক্ষক ২ জন রিসার্চ এসিস্ট্যান্ট রাখেন → ২০০০ শিক্ষার্থীর কর্মসংস্থান হবে।
আপনার ভোটই আপনার কণ্ঠস্বর। আমাদের সম্প্রদায়ের জন্য ইতিবাচক পরিবর্তনে বিশ্বাসী হাজার হাজার মানুষের সাথে যোগ দিন।